| নং | |
|---|---|
| 1 | একাউন্ট করার সময় অবশ্যই সঠিক নাম, ইমেইল এড্রেস ও সঠিক ফোন নাম্বার ব্যবহার করবেন, আপনার তথ্যের ভিত্তিতেই আমাদের সিষ্টেম থেকে আপনার একাউন্ট পরিচালনা করা হবে। |
| 2 | মূলধন জমা করার সময় ট্রানজেকশন নাম্বার ভূল করা যাবেনা। সঠিক ট্রানজেকশন নাম্বার প্রদান করে মূলধন জমার আবেদন সাবমিট করবেন। যদি কোনো কারনে আবেদন টি ফেইল হয়, তাহলে মেনু বাটনে ক্লিক করে স্টেটমেন্টে যান এবং পূর্বের আবেদন টি ক্যান্সেল করুন। এরপর ওয়ালেট থেকে নতুন করে মূলধন জমা করার জন্য আবেদন করুন। |
| 3 | কোনো গ্রুপ, হোয়াটসএপ, বা টেলিগ্রামের মাধ্যমে কাউকে মূলধনের অর্থ প্রদান করবেন না, কারন আমাদের কোনো এজেন্ট বা ব্রোকার নেই। |
| 4 | যেকোনো সমস্যার সমাধানের জন্য, যোগাযোগ অপশন থেকে আমাদের হোয়াটস আপে মেসেজ দিন, তবে আপনার সমস্যা গুছিয়ে লিখে মেসেজ দিবেন যাতে আপনার সমস্যাটি আমরা দ্রুত সমাধান করতে পারি। |
| 5 | বিনিয়োগ এর সময় যতো পার্সেন্ট দেখে বিনিয়োগ করবেন, ২৪ ঘন্টা পর সয়ংক্রীয় ভাবে আপনার একাউন্টে সেই % অনুযায়ী প্রোফিটের টাকা যোগ হয়ে যাবে। |
| 6 |
আপনার একাউন্টের ইমেইল ও পাসওয়ার্ড কারো সাথে শেয়ার করবেন না, এটি একটি অর্থ লেনদেনের প্লাটফর্ম তাই আপনার ইমেইল পাসওয়ার্ড খুবই গুরত্বপূর্ণ। |
| 7 | মূলধন জমার পরিমান সর্বনিন্ম 500/= টাকা, এবং সর্বোচ্চ 50,000/= (পঞ্চাশ হাজার) টাকা। আপনি চাইলে দিনে ৫০,০০০/= করে একাধিকবার মূলধন জমা করতে পারবেন। উত্তোলনের পরিমান সর্বনিন্ম ৫০০/= এবং সর্বোচ্চ 50,000/= (পঞ্চাশ হাজার) টাকা। দিনে সর্বোচ্চ ১ বার। |
| 8 | উত্তোলন করার পুর্বে আপনার একাউন্ট নাম্বার ভালোভাবে চেক করে দেখে তারপর উত্তোলনের আবেদন সাবমিট করবেন, কোনো অবস্থাতেই ভূল নাম্বার দেওয়া যাবেনা। 7 টা থেকে রাত 10 টার মধ্যে উত্তোলনের আবেদন করতে হবে। |